২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

রবি’র আরএডিপি গ্র্যাজুয়েট হলেন ১৭ কর্মকর্তা

অনুষ্ঠানে অতিথিদের সাথে গ্রাজুয়েটরা  © টিডিসি ফটো

দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি’র ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রাম ‘রবি অ্যাক্সিলেরেটেড ডেভলপমেন্ট প্রোগ্রাম (আরএডিপি)-এর আওতায় এ বছর ১৭ জন কর্মকর্তা গ্রাজুয়েট হয়েছেন। সম্প্রতি এ উপলক্ষ্যে রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে চতুর্থ ‘আরএডিপি গ্র্যাজুয়েশন সিরিমনি ২০১৮’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরএডিপি’র গ্রাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ টেকনোলজি অফিসার মেধাত ই হুসেইনি, হেড অফ হিউম্যান রিসোর্সেস মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং হেড অফ কর্পোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন রবির ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’র ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান।

গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার দাতিন বদরুন্নিসা মোহাম্মদ ইয়াসিন খান বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে গ্র্যাজুয়েটদের অনুপ্রাণিত করেন এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোবাবেলায় কীভাবে প্রস্তুত হতে হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দেন।

মালয়েশিয়া-ভিত্তিক রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ’র রূপকল্প এবং রবি আজিয়াটা লিমিটেড’র ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্ট্রাটেজি’র আওতায় কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে আরএডিপি সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচিত এই আরএডিপি সদস্যদের নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এমনভাবে প্রস্তুত করা হয় যেন তারা দেশে বা দেশের বাইরে আজিয়াটা পরিচালিত কোম্পানিগুলোতে ভবিষ্যতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে পারেন।