৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬

রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

ডলার  © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে ছাড়িয়েছে ২১ বিলিয়ন ডলারের ঘর। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের ফলে রিজার্ভ কমলেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ওপর ভিত্তি করে তা আবারও বেড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী বর্তমান রিজার্ভ ২১ দশমিক ৩৩ বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।

রবিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, রিজার্ভে বিদেশি অনুদান যোগ হয়েছে। এছাড়া রেমিট্যান্স প্রবাহ ভালো বেড়েছে। এসব কারণে রিজার্ভ বেড়েছে।

এর আগে গত ১১ নভেম্বর আকুর মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পাওনা বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে (বিপিএম-৬) নেমে যায়। গত এক মাসে বৈদেশিক মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে এখন তা ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।