১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮

এবার বিশ্বজুড়ে অচল ‘চ্যাটজিপিটি’

চ্যাটজিপিটি

এবার বিশ্বজুড়ে ডাউন হয়ে পড়েছে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইটটি অফলাইনে চলে গেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট করেন।

পোস্টে ওপেনএআই বলেছে, তারা সমস্যাটি চিহ্নিত করেছে এবং একটি সমাধানের জন্য কাজ করছে। এছাড়াও এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তারা।

বন্ধ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯ টার দিকে পুনরায় দেখা যাচ্ছে চ্যাটজিপিটির ওয়েবসাইটটি।

আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

এর আগে মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ডাউন হয়। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২টার পর বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যা সম্মুখীন হন। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সচল হয় যোগাযোগমাধ্যমগুলো।

বিশ্বব্যাপী এই সমস্যা দেখা দেওয়ার পর, মেটা প্ল্যাটফর্মের মেসেজিং সেবা এবং হোয়াটসঅ্যাপের সাথে সম্পর্কিত অসংখ্য অভিযোগ জমা পড়েছে। ব্যবহারকারীরা জানাচ্ছেন, তাদের যোগাযোগ স্থগিত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়িক এবং ব্যক্তিগত কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতে এটি সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেটার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সময়সীমা ঘোষণা করা হয়নি, যখন এই সেবাগুলোর পুনরায় কার্যক্রম শুরু হবে।