২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৫

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, টেক্সটে ট্রান্সলেট হবে ভয়েস মেসেজ

হোয়াটসঅ্যাপ

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন আপডেট আসে এ অ্যাপে। এবার আরও একটি ফিচার যোগ হল অ্যাপটিতে। নতুন ফিচারে এখন থেকে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করতে পারবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ফোনেই কাজ করবে ফিচারটি।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট থেকে জানা যায়, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড ট্রান্সক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। 

যিনি মেসেজটি পাবেন শুধু তিনি ট্রান্সক্রিপ্ট ফিচার অ্যাক্সেস করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। একবার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ টেক্সটে ট্রানস্ক্রাইব হয়ে যাবে।

ফিচারটি যেভাবে চালু করবেন:

১. হোয়াটসঅ্যাপের সেটিংসে ক্লিক করুন।

২. তারপর চ্যাট অপশনে ট্যাপ করুন।

৩. এখানে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন।

৪. এবার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তারপর ট্রাবস্ক্রাইবে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ট্রান্সক্রিপ্ট তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। অসমর্থিত ভাষা, অচেনা শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে ট্রান্সক্রিপ্ট অনুপলব্ধ দেখাতে পারে স্ক্রিনে

বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ।