নিমেষে ফুরিয়ে যায় ফোনের ডেটা? আটকাতে যা করবেন
আজকাল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের একটা কমন অভিযোগ হলো, ডেটা (ইন্টারনেট) দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকলে ইন্টারনেটের জন্য প্রয়োজন মোবাইল ডেটার। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। বেশি ভিডিও দেখছি না, গান শুনছি না, অনেক অ্যাপও ব্যবহার করছি না। তাও কীভাবে যেন মেয়াদের আগেই ফুরিয়ে যাচ্ছে ইন্টারনেট প্যাকেজ। বিভিন্ন কারণে ফোনের ডেটা দ্রুত ফুরিয়ে যেতে পারে।
মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি, যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না। শুধু অনলাইনে থাকলেই নয় আরও বেশ কিছু কারণ আছে যে কারণে দ্রুত আপনার ফোনের ডেটা ফুরিয়ে যেতে পারে।
চলুন জেনে নেই মোবাইল ডেটা যাতে দ্রুত শেষ না হওয়ার উপায়
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের প্রচুর ডাটা খরচ করে। ব্যবহার না করলেও অ্যাপগুলো চলতে থাকে এবং ডেটা খরচ করে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন। স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। এর ফলে ইন্টারনেট ও স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি যখনই সুযোগ আসবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন। এই ভাবে দিন শেষে প্রচুর ডেটা সাশ্রয় করতে পারবেন।
ফোনের সেটিংসেই ডেটা লিমিট থাকে। একবার সেটআপ করে নিলে, যখন ডেটা শেষের দিকে আসবে বা লিমিট পেরিয়ে যাবে আপনাকে এলার্ট করবে স্মার্টফোন।
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে
হাই-কোয়ালিটি ভিডিওগুলো কম দেখুন। ইউটিউব, ফেসবুকে যে ভিডিও দেখেছেন, তা যদি অনেক হাই-কোয়ালিটিতে চলে তাহলে দ্রুত ডেটা শেষ হয়ে যাবে। মোবাইল ডেটা দিয়ে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে লো কোয়ালিটি স্ট্রিমিং ডাউনলোড অপশন ব্যবহার করতে পারেন।
ইন্টারনেট যদি ব্যবহার না করেন, তাহলে অফলাইন মোড ব্যবহার করুন। বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।