১৪ নভেম্বর ২০১৮, ১৭:১৫

সন্তান স্কুলে না বাইরে, জানিয়ে দেবে স্মার্ট ডিভাইস

স্মার্ট অ্যাটেনডেন্স সল্যুশনসহ ডিভাইস চালু উপলক্ষে রবির প্রধান কার্যালয়ে কেক কাটছেন কোম্পানিটির কর্মকর্তারা।   © টিডিসি ফটো

সন্তানকে স্কুলে পাঠিয়ে কিংবা স্কুল গেটে রেখে এসে তার অবস্থা নিয়ে দুশ্চিন্তা করার দিন শেষ হয়ে এলো। সন্তানের চলাচল অনুসরন-পর্যবেক্ষন করার জন্য স্মার্ট অ্যাটেনডেন্স সল্যুশন সমৃদ্ধ ডিভাইস বাংলাদেশে নিয়ে এসেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি।  

বুধবার এক বিজ্ঞপ্তিতে রবি আজিয়াটা জানায়, প্রাথমিকভাবে তাদের সল্যুশনটি স্কুলে ব্যবহারের উপর জোর দেয়া হবে। এর ব্যবহারের মাধ্যমে বাবা-মারা তাঁদের স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন। অভিভাবকরা এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন তাদের সন্তানরা কখন স্কুলে প্রবেশ করেছে এবং স্কুল থেকে কখন বের হচ্ছে। 

শিক্ষার্থীরা স্কুল আঙ্গিনা ত্যাগ করার পরও বাবা-মা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সন্তানদের চলাচল পর্যবেক্ষন করতে পারবেন। সন্তানদের কাছে থাকা স্মার্ট ডিভাইসের জরুরী বাটন চেপে সন্তানরাও তাদের বাবা-মায়ের কাছে কল করতে পারবে, কলের সাথে বাবা-মা সন্তানের সঠিক অবস্থানও দেখতে পাবেন।

রবি কর্পোরেট অফিসে স্মার্ট সল্যুশনটি উদ্বোধন করেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন এবং এন্টারপ্রাইজ বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট যায়েদ সাদাত।