১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪
কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ব্যাংকটির নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন। একই সঙ্গে দুজন পরিচালককে করা হয়েছে সহকারী মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংক তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখপাত্র নিয়োগের ওই নির্দেশপত্রেই ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা।