ওয়াইফাইয়ের গতি বাড়ানোর ৭ উপায় জেনে নিন
কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে ব্রডব্যান্ড ও ওয়াইফাই ইন্টারনেট সেবা বন্ধ ছিল পাঁচদিন। গত মঙ্গলবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে অসন্তোষ দেখা দিয়েছে ব্যবহারকারীদের মধ্যে। ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় খুঁজছেন এর ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা ওয়াইফাইয়ের গতি বাড়ানোর বেশ কিছু উপায় জানিয়েছেন। নিচে ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর সাতটি কৌশল দেওয়া হলো-
১. যেখানে রাউটার রয়েছে, তার কাছাকাছি বসার চেষ্টা করুন।
২. রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলে ভালো হয়।
৩. ওয়াইফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে।
৪. রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করুন। এ যন্ত্রাংশটি মূলত রাস্তার ট্র্যাফিক কন্ট্রোলের মতো কাজ করে থাকে। যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারে। তবে এ যন্ত্রটির পেছনে কিছু গচ্চা আছে।
৫. ওয়াইফাইয়ের সঙ্গে পুরোনো কোনো ডিভাইস যেন যুক্ত না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৬. একটি রাউটারের সঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকতে পারে। কিন্তু একইসঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতিপথ শ্লথ হয়।
৭. মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অকাজের খোলা ভিডিও বন্ধ রাখতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।