গ্রাহকের সুরক্ষায় অ্যান্ড্রয়েড ফোনের জন্য আসছে বিশেষ সিকিউরিটি ফিচার
গ্রাহকের সুরক্ষায় সিকিউরিটি ফিচার আরও শক্তিশালী করছে গুগল। অ্যাপ স্ক্যান করে গুগল বলে দেবে, ফ্রড কিনা। সে জন্য প্লে প্রোটেক্ট লাইভ থ্রেট ডিটেকশন ফিচারের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতা প্রসারিত করা হচ্ছে। এ ফিচারটি আপডেট হলে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা অ্যাপের ম্যালওয়ার স্ক্যান করতে পারবে। বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।
এ ফিচারটি ব্যবহারের ফলে কোনও অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের অভিপ্রায় লুকিয়েও রাখে, তাওও গুগল অন-ডিভাইস এআই ক্ষমতার মাধ্যমে শনাক্ত করে ফেলবে। গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে সুরক্ষিত রাখবে।
কীভাবে গুগল প্লে প্রোটেক্ট ফ্রড অ্যাপস শনাক্ত করবে
গুগল বলেছে, গুগল প্লে প্রোটেক্ট এর অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এবং অন্যান্য অ্যাপ ও পরিষেবার সঙ্গে ইন্টারঅ্যাকশন সম্পর্কিত অতিরিক্ত সংকেত খুঁজে ফেলবে। সিস্টেম সন্দেহজনক কিছু পেলে পর্যালোচনার জন্য গুগলে পাঠাবে এবং ব্যবহারকারীদের সতর্ক করবে। অ্যাপটির সন্দেহজনক কার্যকলাপ বিষয়ে নিশ্চিত হলে অ্যাপটি ডিসেবল করে দেবে। এটা ডেটা সংগ্রহ না করেই ব্যবহারকারীদের সুরক্ষা দেবে।
অ্যাপগুলো রক্ষায় বিশেষ টুল
কোম্পানি স্ক্যাম এবং জালিয়াতি থেকে অ্যাপগুলো রক্ষায় ডেভেলপারদের আরও টুল সরবরাহ করছে। এতে ডেভেলপাররা পরীক্ষা করতে পারবেনত, অন্য কোনও অ্যাপ চলছে কিনা।
গুগলের ভাষ্য, প্লে ইন্টিগ্রিটি এপিআইও এ টুলগুলোর একটি। এটা ব্যবহার করে ডেভেলপাররা বুঝতে পারবেন, অ্যাপগুলি মডিফাই করা হয়েছে কিনা। এটি একটি আসল অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে কিনা তাও জানা যাবে। এতে তারা প্রতারণামূলক বা ঝুঁকিপূর্ণ বিষয় আগেই শনাক্ত করতে পারে এবং আক্রমণ ও অপব্যবহার প্রতিরোধে পদক্ষেপ নিতে পারবে।
আরো পড়ুন: ১০ লাখ মানুষের জন্য গবেষক ১০৭ জন, মাথাপিছু খরচ কত?
এরই সঙ্গে ডেভেলপাররা আর্থিক এবং ব্যাঙ্কিং অ্যাপগুলি ব্যবহার করার সময় যাতে যে কোনও বিপদ এড়াতে সহায়তা হতে পারে, তা নিশ্চিত করার জন্য গুগল প্লে প্রোটেক্ট এনাবেল আছে কিনা তাও দেখে নেবে।
জানা গিয়েছে, গুগল পিক্সেল, অনার, লেনোভো, নাথিং, ওয়ান প্লাস, অপো, শার্পসহ অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেট আপ করবে।