১০ লাখ মানুষের জন্য গবেষক ১০৭ জন, মাথাপিছু খরচ কত?
দেশে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১০৭ জন গবেষক রয়েছেন। আর বছরে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে মাথাপিছু আনুমানিক ব্যয় (জিইআরডি) ৬২০ টাকা। জিডিপির তুলনায় এ ব্যয় শূন্য দশমিক ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) জরিপ-২০২২ এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে গবেষক ছিলেন ১৮ হাজার ২৫ জন। তবে পূর্ণকালীন গবেষক ১২ হাজার ৭৯৮ জন। সে হিসাবে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে পূর্ণকালীন গবেষক মাত্র ৭৬ জন। গবেষণায় বাংলাদেশে বেশি খরচ হয় কৃষিবিজ্ঞান খাতে। দ্বিতীয় অবস্থানে প্রাকৃতিক বিজ্ঞান এবং তৃতীয় প্রকৌশল ও প্রযুক্তি খাত।
চতুর্থ অবস্থানে চিকিৎসাবিজ্ঞান। এ খাতে ব্যয় হয় খরচের ১২ শতাংশ। গবেষকদের মধ্যে ১০ দশমিক ৮২ শতাংশ নারী। জিইআরডির মাধ্যমে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে একটি দেশের মোট ব্যয় করা অর্থকে বোঝায়।
২০২০-২১ অর্থবছরে (জরিপকৃত প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় হয় ১০ হাজার ৪৮১ কোটি টাকা। এর মধ্যে বেশি ব্যয় করেছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। মোট ব্যয়ের ৪৭ শতাংশ হচ্ছে ব্যবসায়। এরপরই সরকারি প্রতিষ্ঠানগুলো গবেষণায় বেশি ব্যয় করে।
আরো পড়ুন: ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে বেরোবিতে পদোন্নতি বোর্ড, অনুমোদন কাল
চারটি খাতের সরকারি ও বেসরকারি ৪৯৭টি প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে জরিপটি করা হয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ১০৮টি, সরকারি প্রতিষ্ঠান ৯৫, বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ৪১ ও ব্যবসাপ্রতিষ্ঠান ২৫৩টি।
এতে দেখা যায়, ২৫ থেকে ৩৪ বছর বয়সী গবেষক সবচেয়ে বেশি, প্রায় সাড়ে ৩৬ শতাংশ। এরপর ৩৫ থেকে ৪৪ বছর বয়সী গবেষক রয়েছেন। প্রায় অর্ধেক গবেষক স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি গবেষণা হওয়ায় গবেষকও বেশি। উচ্চশিক্ষার পাশাপাশ ব্যাবসায়ের ক্ষেত্রেও গবেষক বাড়ছে।