২০ এপ্রিল ২০২৪, ১১:১৩

সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত, স্বাভাবিক হবে কবে?

প্রতীকী ছবি  © সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে। ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেব্‌ল ‘ব্রেক’ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। আমরা চেষ্টা করছি সিমিউই-৪ (প্রথম সাবমেরিন কেব্‌ল) দিয়ে বিকল্প ব্যবস্থা করতে। সিঙ্গাপুরে ফাইবার কেব্‌ল ব্রেক করায় বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে।’

এর আগে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল (সিমিউই ৫) এ শুক্রবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের এ কাজ চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ সাবমেরিন কেবল পিলসি।

কোম্পানিটি বলেছে, ওই সময় ওই কেবল দিয়ে এক ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সিমিউই ৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।