এলাকায় বাংলালিংক নেটওয়ার্ক থাকলেই বিশেষ সুবিধা পাবেন টেলিটক গ্রাহকরা
প্রত্যন্ত এলাকায় টেলিটকের দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকরা ভোগান্তি পোহান বলে অভিযোগ বিস্তর। তবে সে ভোগান্তির অবসান হতে যাচ্ছে। বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাচ্ছেন রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটকের গ্রাহকরা।
জানা গেছে, কোনো এলাকায় টেলিটকের নেটওয়ার্ক না থাকলেও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে সব ধরনের সেবা পাওয়া যাবে। ‘ন্যাশনাল রোমিং’ নামে এ সেবা আজ মঙ্গলবার (২৬ মার্চ) উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তবে এটি চালু হলে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন টেলিটকের গ্রাহকরা। শুরুতে দু’হাজার গ্রাহক এ সেবা নিতে পারবেন। পরে ধীরে ধীরে পরিধি বাড়বে। পরবর্তীতে টেলিটকের নেটওয়ার্কও ব্যবহার করবে বেসরকারি অপারেটর বাংলালিংক।
আরো পড়ুন: তরুণদের চোখে স্বাধীনতা দিবস
দীর্ঘদিন ধরে আন্তঃঅপারেটর নেটওয়ার্ক শেয়ারিংয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই এর অনুমোদন দিয়েছেন। এ উদ্যোগে টেলিটক বেশি সুবিধা পাবে। কারণ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবস্থা বেশ দুর্বল। অপরদিকে বাংলালিংকের সাড়ে ১৪ হাজার টাওয়ার রয়েছে। ফলে টেলিটক গ্রাহকরা সুবিধা পাবেন।
জানা গেছে, দেশে বাংলালিংকের চার কোটি ৩৪ লাখ ৪০ হাজার এবং টেলিটকের ৬৪ লাখ ৮০ হাজার গ্রাহক রয়েছে। রবি ও টেলিটকের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে।