ভয়েস মেসেজ অনুবাদ করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এক ভাষার ভয়েস মেসেজ অন্য ভাষায় অনুবাদ করে পড়ার ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে পাঠানো যেকোনো ভয়েস মেসেজে থাকা তথ্য নিজেদের পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এই সুবিধার ফলে ভিনদেশি ব্যক্তিদের সঙ্গে সহজেই ভয়েস মেসেজ আদান-প্রদান করা যাবে। ভয়েস মেসেজ থেকে অনুবাদ করা পর্যন্ত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় বার্তায় থাকা তথ্য অন্য কেউ জানতে পারবেন না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, কণ্ঠস্বর শনাক্ত করার (স্পিচ রিকগনিশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ভয়েস মেসেজে থাকা তথ্য অনুবাদ করে লিখে দেবে হোয়াটসঅ্যাপ। চ্যাটবক্স থেকেই ভয়েস মেসেজ অনুবাদ করে পড়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস বার্তার তথ্য জানতে পারবেন।