ইনস্টাগ্রামে অনলাইনে থাকলেও অফলাইন দেখাবে যেভাবে
বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ব্যবহার বেড়েই চলছে। আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। তবে এবার ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও দেখাবে অফলাইন। কিন্তু কিভাবে করতে হবে তা হয়ত অনেকের জানা নেই।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে অনলাইন দেখলে অনেকে অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে থাকেন। অবাঞ্ছিত মেসেজে বিরক্ত হতে হয়। তবে এমন সমস্যার সমাধানে ইনস্টাগ্রামের একটি ফিচার রয়েছে। এই ফিচারের সুবাধে অনলাইন থাকলেও ব্যবহারকারীকে অফলাইন দেখাবে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে অনলাইন স্ট্যাটাস লুকাবেন।
* প্রথমে ইনস্টাগ্রাম লগ ইন করুন।
* নিচের ডান কোণায় আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
* মেসেজ অ্যান্ড স্টোরিজ রিপ্লাই অপশনে যান।
* হাউ ক্যান সি ইউ অনলাইন অপশনে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ দেখতে পাবেন।
* এবার এই অ্যাকটিভ স্ট্যাটাস বন্ধ করুন।
মোবাইল ব্রাউজারে ইনস্টাগ্রামে সক্রিয় স্ট্যাটাস লুকাবেন যেভাবে
* ব্রাউজারে ইনস্টাগ্রাম খুলুন।
* নিচে ডানদিকে প্রোফাইল আইকনে আলতো প্রেস করুন।
* ওপরের বাম দিকে ‘গিয়ার’ আইকনে আলতো ট্যাপ করতে হবে।
* মেসেজ অ্যান্ড স্টোরিজ রিপ্লাই অপশনে যান।
* হু ক্যান সি ইউ অনলাইন অপশনে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ দেখতে পাবেন।
* অ্যাকটিভ স্ট্যাটাস টগলটি বন্ধ করুন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পিন করা যাবে একাধিক চ্যাট
ল্যাপটপে যেভাবে অনলাইন স্ট্যাটাস বন্ধ করবেন
* আপনার ওয়েব ব্রাউজারে ইনস্টাগ্রাম খুলুন।
* ওপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
* আর্কাইভ অপশনের পাশে সেটিংসে ক্লিক করুন।
* সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে যান।
* নিচে স্ক্রল করে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই অপশনে ট্যাপ করতে হবে।
* শো অ্যাকটিভিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এবং টগল বন্ধ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, হিন্দুস্তান টাইমস টেক