১৮ মার্চ ২০২৪, ০৮:৫১
১৭ মার্চ উপলক্ষ্যে টেলিটকের নতুন অফার
১৭ মার্চ উপলক্ষ্যে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকে চালু হয়েছে নতুন অফার। এতে থাকছে ১৭ টাকায় ২ জিবির ডাটা প্যাক। যার মেয়াদ থাকবে ৭ দিন। নির্দিষ্ট কোড ডায়াল ছাড়াও মোবাইল রিচার্জে চালু হবে অফারটি।
গ্রাহকদের দেয়া ম্যাসেজে টেলিটক অফারটি সম্পর্কে জানায়, ১৭ই মার্চের টেলিটক এর দুর্দান্ত অফার, ২জিবি/৭ দিন; ১৭ টাকা। অফার পেতে ১৭ টাকা রিচার্জ/ডায়াল *১১১*১৭#
আরও পড়ুন: ৭ মার্চের অনুপ্রেরণায় টেলিটকের নতুন অফার
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ৫০ টাকায় ৭ জিবি ডাটার অফার দিয়েছিল টেলিটক। এছাড়া মোবাইল অপারেটরটি গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে ই-সিমের যুগে প্রবেশ করে।