বাংলাদেশের রাস্তায় আসছে রয়্যাল এনফিল্ড ৩৫০
চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের রাস্তায় আসছে বাইকারদের বহু প্রতীক্ষিত ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাইক। মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস মে মাসের মধ্যে দেশে ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে। প্রথমেই প্রতিষ্ঠানটি চারটি ৩৫০সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু করবে—যার জন্য বর্তমানে সারা দেশে ডিলারদের সন্ধান করছে তারা।
ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর।
তিনি আরও বলেন, ‘আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব’। তবে বিক্রি শুরু করার পূর্বে মোটরসাইকেলের মূল্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
গত বছরের ৭ সেপ্টেম্বর সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে উচ্চ সিসির মোটরসাইকেল এখন স্থানীয় বাজারে প্রবেশ করতে পারবে।
সরকারি অনুমোদনের পর বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসি মডেলের পালসার এন ২৫০ বাজারে ছেড়েছে।