২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫

দেশের বাইরে কার্ড দিয়ে অর্থ তোলা বন্ধ করল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক  © ফাইল ছবি

দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। সোমবার (২৫ ডিসেম্বর) ব্যাংকটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দেশে ডলার সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

রোববার রাতে ব্র্যাক ব্যাংকের বার্তায় বলা হয়, এ স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এতে বলা হয়েছে, 'প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।'

আরো পড়ুন: ঢাকার বাইরে প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জ স্টেশন যশোরে

রিটেইল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।