কপিরাইট অ্যালার্ট দিয়েও হ্যাক হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:২৪ PM
আপনার ফেসবুক পেজটিকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কারণে সাসপেন্ড করা হচ্ছে অথবা ডিলিট করে দেওয়া হবে— এই মেসেজের সাথে একটা লিংক দিয়ে সেখানে প্রবেশ করে সমস্যার সমাধান করার কথা বলছে। মেটা বা ফেসবুক থেকে কিংবা মেটা বিজনেস টিমের পক্ষ থেকে পাঠানো হচ্ছে এমন একটি লিংক। তবে এই লিংকগুলো মোটেই ফেসবুকের বা মেটা কর্তৃপক্ষের কোন লিংক নয় বলে জানিয়েছে ডিএমপির ডিবি সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ।
ভুয়া মেসেজটি
ডিএমপির ডিবি সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগ বলছে, এভাবে কপিরাইট অ্যালার্ট দিয়েও হ্যাক হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট! মূলত হ্যাকাররা এক ধরনের ফেক পেজের মাধ্যমে ফিশিং লিংক পাঠায়। তাই এ ধরনের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে সবাইতে সচেতন হতে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, এই লিংকগুলো ফিশিং সাইটের লিংক। লিংকে ক্লিক করা মাত্রই আপনার লগইন ইনফরমেশন তাদের হাতে চলে যাবে এবং তারা আপনার ফেসবুক আইডিসহ পেজটি হ্যাক করবে। তাই ভুলেও ওই লিংকে ক্লিক করবেন না। ফেসবুক পেজে যারা এডমিন এবং এডিটর হিসেবে কাজ করছে, তারাই মূলত এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।
সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের সতর্কবার্তা