হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, করা যাবে ‘চ্যাট লক’
বর্তমানে হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। সেই চিন্তা করেই বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে মেটা। এবার এই নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন 'চ্যাট লক' ফিচারের ঘোষণা দিয়েছে। 'চ্যাট লক' ব্যবহার করে ব্যবহারকারী তার নির্দিষ্ট বা ব্যক্তিগত চ্যাটগুলোকে লক করে রাখতে পারবেন।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটি আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রধানত একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে তার গোপনীয়, ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো তথ্য অপরের থেকে গোপনীয় রাখতেই এই ফিচারটি কাজ করবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা জানাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে আগের নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে তিনটে ড্যাশ আইকন। এছাড়া অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইন্টারফেসে এখনও কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবেন না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী এবং বিটা ভার্সন ব্যবহারকরীরা এই নতুন বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবেন।
এছাড়াও হোয়াটসঅ্যাপ 'চ্যাট লক' ফিচারের ঘোষণা দিয়েছে। যখন ব্যবহারকারী কোনো চ্যাট লক করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে তার নির্দিষ্ট ওই চ্যাটটি স্ক্রিন থেকে লুকিয়ে থাকবে। নতুন 'চ্যাট লক' ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। ব্যবহারকারী তার ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে এই ফিচারটি চালু করতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ
ফিচারটি ব্যবহারকারীদের ব্যক্তিগত ম্যাসেজের নিরাপত্তা ও সুরক্ষা দেবে। প্রধানত একজন ব্যবহারকারীকে তার গোপনীয়, ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো তথ্য অপরের থেকে গোপনীয় রাখতেই এই ফিচারটি কাজ করবে।
কীভাবে ব্যবহার করবেন 'চ্যাট লক'
প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিতে সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন। অন্যথায় এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন।
যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে 'চ্যাট লক' অপশনটি দেখতে পাবেন। 'চ্যাট লক' অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে। 'চ্যাট লক' অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।
লুকিয়ে রাখা বা লক করে চ্যাট খুঁজে পেতে যা করতে হবে
আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজে যেতে হবে। হোমপেজে আপনার সব চ্যাট দেখা যাবে, লুকিয়ে রাখা চ্যাটগুলো ছাড়া। আপনি এবার লুকিয়ে রাখা চ্যাট খুঁজে পেতে হোমপেজের নিচের দিকে সোয়াইপ করুন। সেখানে হোয়াটসঅ্যাপে লক করা সব চ্যাট দেখতে পাবেন। আপনি যে চ্যাটটি দেখতে চান, তার ওপরে চাপ দিন এবং ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে সেটি আনলক করে নিন।