৩১ আগস্ট ২০২৩, ১৬:৫৪

টুইটারেও যোগ হচ্ছে অডিও-ভিডিও কলের সুবিধা

টুইটার (এক্স)  © সংগৃহীত

বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টুইটার। ফেসবুকের ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে আগে থেকেই অডিও ভিডিও কল করার সুবিধা রয়েছে এবার সেই সুবিধান যোগ হচ্ছে এক্সে (টুইটার)।

এবার অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন টুইটার (এক্স) কর্তা ইলন মাস্ক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনি এই ঘোষণা দেন। মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই টুইটারে এই ফিচার দেখা যাবে।

এই সুবিধা পাবে অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাকবুক ব্যবহারকারীরা। মাস্ক জানিয়েছেন, কোনো রকম ফোর নম্বর ব্যবহার না করেই এই কল করা যাবে। তবে এই কলিং ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।