চট্টগ্রামে ওয়ান ওয়ে স্কুলের বিভাগীয় মিট-আপ

চট্টগ্রামে ওয়ান ওয়ে স্কুলের বিভাগীয় মিট-আপ
চট্টগ্রামে ওয়ান ওয়ে স্কুলের বিভাগীয় মিট-আপ  © টিডিসি ফটো

ফ্রি ই-লার্নিং প্লাটফর্ম ওয়ান ওয়ে স্কুলের প্রথম বিভাগীয় মিট আপ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০মে) চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় এ মিট আপ হয়। 

এতে উপস্থিত ছিলেন প্লাটফর্মটির চট্টগ্রাম বিভাগের কো লিডার বাদন বাশেক, শেখ আব্দুল্লাহ, এডমিন ম্যানেজার নুসরাত মারুয়া, পলিটেকনিক্যাল ম্যানেজার পিঞ্জর জয়,কমিউনিকেশন ম্যানেজার ফকরুল ইসলাম সোহেল, প্রমোশন ম্যানেজার জাহেদুল ইসলাম ও চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ বিভিন্ন জেলার সদস্যরা। 

ফ্রি ই-লার্নিং প্লাটফর্ম ওয়ান ওয়ে স্কুল ২০২২ সাল থেকে  শিক্ষার্থী ও সকল পর্যায়ের মানুষের দক্ষতা বৃদ্ধিতে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করছে। একাডেমিক সেক্টর, আইটি সেক্টর ও স্কিল ডেভেলপমেন্ট সেক্টর সহ তিনটি সেক্টরে কাজ করছে। 

ওয়ান ওয়ে স্কুলের মূলত দারিদ্র্য ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের বিনামূল্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। বর্তমানে সে মিশনের আওতায় বাংলাদেশে ৩০,০০০ তরুণ তরুণীর কমিউনিটি গঠন ও নেটওয়ার্কিং উন্নত করার প্রচেষ্টা করছে প্লাটফর্মটি।


সর্বশেষ সংবাদ