ফেসবুক থেকে আয়ের সুযোগ বন্ধ হচ্ছে
ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের সঙ্গে বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো ফেসবুক। এবার সেই সেবা বন্ধ করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হবে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। মেটার মুখপাত্র ইরিন মিলার জানিয়েছেন, আগামী ৬ মাস বা এপ্রিলের মধ্যে এই সেবা বন্ধ হয়ে যাবে।
এ তথ্য জানানো হয়েছে দ্য ভার্জের এক প্রতিবেদনে। ইরিন মিলার বলেন, নিউজ ফিডে সংবাদের লিংকে ব্যবহারকারীদের আগ্রহ কম। ব্যবহারকারীর মাত্র তিন শতাংশ লিংকে ক্লিক করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সেবা বন্ধ হলে ফেসবুকের ওপর নির্ভরশীল ডিজিটাল মিডিয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। যার প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরেও পড়তে পারে। ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে ফেসবুক। ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়।
আরো পড়ুন: গুগল নির্ভরতা আপনার জীবনে বিপদ ডেকে আনছে না তো?
ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে দ্রুত সংবাদটি পড়া যায়। সম্প্রতি ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা নিয়ে বিপাকে পড়েছিল ফেসবুক। এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়া ফলোয়ার হারিয়েছে। তবে বুধবার সমস্যার সমাধান করেছে ফেসবুক।