১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৫

ভিডিও কলে কথা বলুন জি-মেইল দিয়ে

  © সংগৃহীত

স্মার্ট ফোন বা পিসি থেকে সহজেই নিজের জিমেইল একাউন্ট থেকে এখন ভিডিও কলে কথা বলা যাবে। ভিডিও কলের মাধ্যমে ব্যক্তিগত বা অফিসিয়াল মিটিং এর বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয়। গুগল  মিট বা জুমের সাহায্য ছাড়াই ভিডিও কলে কথা বলার জন্য রয়েছে জিমেইল এর এই নতুন ফিচার। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে,

  • প্রথমে একটি জিমেইল একাউন্ট খুলতে হবে।
  • ইমেইল অপশনে যাবেন।
  • ইমেইলের ডান পাশে মিট অপশন (ভিডিও ক্যামেরার আইকন) সিলেক্ট করবেন।
  • নিউ মিটিংয়ে ক্লিক করুন।
  • লিংক বা ই-মেলের মাধ্যমে মিটিং ইনভাইটেশন পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
  • মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
  • মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

অন্য কারোর পাঠানো মিটিং ইনভাইটেশনে জয়েন করার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। 

আরও পড়ুনঃ পরিবেশ দূষণ নয়, মুক্ত করবে গাড়ি