বর্তমান রিজার্ভে চলবে আরও ৪ মাস
দেশের নতুন রিজার্ভ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার (১৩ জুলাই) এ হিসাব প্রকাশ করা হয়। আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে বলে জানা যায়।
আইএমএফ প্রস্তাবিত পদ্ধতির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব পদ্ধতিতেও রিজার্ভের হিসাব করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নিজেদের হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। বুধবার (১২ জুলাই) রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার দেখায় বাংলাদেশ ব্যাংক, যা আজ সংশোধন করা হলো।
আরও পড়ুন: প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘আপত্তি’ জাতীয় বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশকে দেয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। বৃহস্পতিবার সেই শর্তের আলোকে বাংলাদেশ ব্যাংকে এ হিসাব প্রকাশ করা হল।
এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।