রেকর্ড ভাঙার পর কমলো স্বর্ণের দাম
টানা দুই দিন লাফিয়ে লাফিয়ে বাড়ার পর অবশেষে দেশের স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক এই দর সমন্বয়ের ফলে মূল্যবান এই ধাতুর দামে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।
একই সাথে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২২ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান গ্রামপ্রতি মূল্য ১৯ হাজার ৩৫ টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।
আরও পড়ুন: শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৬৬৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট রুপার গ্রাম ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার গ্রাম ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টানা দুই দিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল ২৩ হাজার টাকারও বেশি। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।
তারও আগে, বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছিল সংশ্লিষ্ট সংগঠনটি। রেকর্ড ভাঙার এই প্রবণতার পর আজকের এই নতুন দাম ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।