রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম–৬) পদ্ধতিতে হিসাব করলে দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
ডিসেম্বরজুড়ে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। চলতি বছরের ১ থেকে ২৯ ডিসেম্বর সময়ে দেশে এসেছে ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের ২ দশমিক ৫২ বিলিয়ন ডলারের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।
একদিনের হিসাবেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। ২৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১০৫ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। জুলাই ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে দেশে মোট এসেছে ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।