সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মোঃ মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তথ্য জানানো হয়। স্মারকে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার ‘ব্যাংক হলিডে’ হিসেবেও নির্ধারিত থাকবে। তবে বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী–২০২৫ সংক্রান্ত কার্যক্রমের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো ব্যাংকের নিজস্ব বিবেচনায় সীমিত আকারে খোলা রাখা যেতে পারে।