বিমার নির্বাচন, সভাপতিসহ ১৫ পদে প্রতিবাদী পরিষদের জয়
বাংলাদেশ ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা) এর নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। অপরদিকে মাত্র ছয় পদে জয় পেয়েছে সম্মিলিত ঐক্য জোট। বিমার নির্বাচনে মোট পদ ছিল ২১টি।
২০২৬-২৭ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালন পর্ষদ গঠনের লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সম্মিলিত ঐক্য জোট ও সম্মিলিত প্রতিবাদী পরিষদ নামে দুই প্যানেল অংশ নেন। এতে প্রতিবাদী পরিষদ থেকে সভাপতি পদে মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল জলিল জয়লাভ করেছেন।
এছাড়া জেনারেল গ্রুপে ১২টি পরিচালক পদের ৮টিতে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ মাকসুদুল আলম মাসুদ। পাশাপাশি এসোসিয়েট গ্রুপে ৬ পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা।
অপরদিকে জেনারেল গ্রুপের চারটি এবং এসোসিয়েট গ্রুপের দুই পদে জয় পেয়েছেন সম্মিলিত ঐক্য জোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৩ জন।