আগামী মাসের বেতনেই পে স্কেল কার্যকরের দাবি, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
আগামী মাস থেকে নবম বেতন কমিশনের রিপোর্ট কার্যকরের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আজ বুধবার (৩ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে আগামী শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠাতব্য গণকর্মচারীদের জাতীয় সমাবেশের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।
বিকেলে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে কামাল হোসেন শিকদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি থেকে নবম বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে এবং আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশ আয়োজনসহ ৫ দফা পূরণের বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এতে বলা হয়, সংগঠনের নীতি-নির্ধারনী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আল আজাদ, সভাপতি মোহাম্মদ আজিম এবং মহাসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জানুয়ারিতে পে-স্কেলের রিপোর্ট বাস্তবায়িত না হলে সংগঠনের ঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে।