২৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান  © সংগৃহীত

সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। 

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। এছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে বিক্ষোভ করছিলেন সিলেটের স্থানীয়রা। তাদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।