২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৩

‘৩০ নভেম্বরের মধ্যেই পে স্কেলের সুপারিশ জমা দিতে হবে’

প্রতীকী ছবি  © সংগৃহীত

পে কমিশনের সুপারিশ আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। সোমবার (২৪ নভেম্বর)  দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এ নেতা বলেন, ‘সময় বলে দেবে যে, কি ধরনের কর্মসূচি আসবে। আমরা এমন একটা কর্মসূচি হার্ড লাইনে যাব, তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দৌড়ঝাপ শুরু করবে। আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হ্যাসেলে পড়ে যান। আমরা চাই যে উনারা এই জিনিসগুোলো কনসাইজ করে অন্তত একটা ধারণা বা শর্ট রিপোর্ট হলেও অর্থ মন্ত্রণালয়ে পেশ করবেন।’

তিনি আরও বলেন, ‘কর্মচারীদেরকে মাঠে না নামানোর স্বার্থে বা তাদেরকে ক্ষেপিয়ে না তোলার স্বার্থে বা তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে না দেখার স্বার্থে, তাদেরকে শর্টকাট একটা রিপোর্ট হলেও দাখিল করতে হবে। এরপরে তারা ব্যাখ্যার জন্য সময় নিবে। মান এর সাথে এক্সপ্লেইন করার জন্য, তাদের যৌক্তিকতার জন্য সময় নিতে পারবে। কিন্তু রিপোর্ট তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যেই দাখিল করতে হবে।’ 

আরও পড়ুন: ‘আশা দেখিয়েও পে স্কেল দেবেন না কেন?’

এ সময় হুশিয়ারী উচ্চারণ করে এ নেতা বলেন, ‘যখন শাটডাউন আসবে, সমস্ত রেললাইন, নদীপথের জাহানগুলো বন্ধ হবে, ইউটিলিটি সার্ভিসের যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বন্ধ হয়ে যাবে। তখন উপায় থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এখন যেমন শুধু আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে, তখন সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে। যে তারা আসলে তাদের অবস্থান থেকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করেনি বা তাদের পারফরমেন্স শো করতে পারেননি।’