২৪ নভেম্বর ২০২৫, ১২:০২

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত

প্রতীকী ছবি  © সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন দেখা গেছে। সোমবার আউন্সপ্রতি সোনার দাম ২১ ডলারের বেশি কমেছে। এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ৪৪ ডলার ৩৮ সেন্ট। বিভিন্ন বৈশ্বিক সংস্থা বলছে, আগামী কিছুদিন সোনার দাম নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।

বেশ কিছু কারণে সোনার দাম সীমিত পরিসরের মধ্যে ওঠানামা করবে। প্রথমত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন শাটডাউন থাকার কারণে কী পরিস্থিতি হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়া দেশটির মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির হারের প্রভাবও রয়েছে বাজারে। ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস-বৃদ্ধি করে কি না, সেদিকেও বিনিয়োগকারীদের দৃষ্টি আছে। ডিসেম্বর মাসে ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠক। ফলে এই সময়ে মধ্যে, অর্থাৎ আগামী এক মাস সোনার দাম খুব বেশি ওঠানামা করবে না।

ফেডারেল রিজার্ভ নীতি সুদহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার জন্য আরও কিছু সূচক গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে আছে সাপ্তাহিক কর্মসংস্থানের হার, ভোক্তাদের আত্মবিশ্বাস, উৎপাদনবহির্ভূত খাতের পিএমআই। বিশ্লেষকেরা মনে করছেন, ডিসেম্বর মাসে ফেডের নীতি সুদহার ঘোষণার আগে সোনার দাম স্থিতিশীল থাকবে।

বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারে বাড়ানো হয়। আবার বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে কমানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়। শুক্রবার (২১ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা এবং ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে আরও দাম কমতে পারে বলে আভাস পাওয়া গেছে।