২৩ নভেম্বর ২০২৫, ১৫:০৪

মেঘনা গ্রুপের মহিউদ্দিন পেলেন বর্ষসেরা বিপণন পরিচালক পুরস্কার

কাজী মো. মহিউদ্দিন  © সংগৃহীত

‘চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অব দ্য ইয়ার-২০২৫’ পুরস্কার পেয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং কাজী মো. মহিউদ্দিন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তিনি এ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের কর্পোরেট ও ব্র্যান্ড কমিউনিটিতে অন্যতম সেরা অবদানকারী হিসেবে কাজী মো. মহিউদ্দিনের নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ব্র্যান্ড ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সফল ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে এই পুরস্কারের মাধ্যমে।

কাজী মোহিউদ্দিন দেশের ব্র্যান্ড ও মার্কেটিং ক্ষেত্রের একজন সুপরিচিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের বিকাশ ও ব্র্যান্ডিংয়ে নেতৃত্ব দিয়ে আসছেন।

তার আগে স্কয়ার গ্রুপ, পারফেট্টি ভ্যান মেলে ও  ম্যাকক্যান ওয়ার্ল্ডগ্রুপে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন তিনি।

উল্লেখ্য, এবারের সি–স্যুট অ্যাওয়ার্ডসে ৫১টি প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়ে। কঠোর ও উচ্চমানের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। তাদের নির্বাচন করেন একটি বিশেষ কাউন্সিল বোর্ড।