২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৮
দেশে পৌঁছালো মেঘনা গ্রুপের আমদানিকৃত এক বিলিয়ন ডলারের সয়ার চালান
যুক্তরাষ্ট্রের এক বিলিয়ন ডলারের সয়া রপ্তানি প্রতিশ্রুতির অংশ হিসেবে মেঘনা গ্রুপে পৌঁছানো সয়াবিনের নতুন চালানকে স্বাগত জানান মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।
মুক্ত বাণিজ্য ও পুষ্টি নিরাপত্তার অংশ হিসেবে আমেরিকার কৃষকদের উৎপাদিত এই সয়াবিন বাংলাদেশের মৎস্য ও পোলট্রি খাতকে সহায়তা করবে। মেঘনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন ক্রয় করেছে।
এর আগে, গতমাসে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্র থেকে এক বছরে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের সয়াবিনবীজ আমদানি করবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) ও ইউএস সয়ের সঙ্গে আগ্রহপত্র (এলওআই) সই হয়।