১৫ নভেম্বর ২০২৫, ২১:৩১

কুমিল্লায় সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

পর্যালোচনা সভায় অতিথিরা  © সংগৃহীত ছবি

সোনালী ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী জেনারেল ম্যানেজার অফিসের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসের অধীন সকল শাখা ম্যানেজারদের অংশগ্রহণে বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) কুমিল্লা শহরের ব্যুরো বাংলাদেশ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।

কুমিল্লা জিএম অফিসের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. সাফায়েত হোসেন পাটওয়ারী ও নোয়াখালী জিএম অফিসের জিএম ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।