০৮ নভেম্বর ২০২৫, ০০:৫৩

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

স্বর্ণ  © সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা এবং দীর্ঘস্থায়ী সরকারি শাটডাউনের আশঙ্কায় মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে মূল্যবান এই ধাতুর দাম পুনরায় ৪ হাজার ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,০১০ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্সের দাম বেড়ে হয় প্রতি আউন্সে ৪,০১৯ দশমিক ৫০ ডলার।
 
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

বাজার পর্যবেক্ষকদের হিসেবে, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।
 
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।