০৩ নভেম্বর ২০২৫, ১২:৪১
বাজুসের নতুন সভাপতি এনামুল হক দোলন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বাজুসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটির নির্বাচিত হওয়ায় নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি।
নতুন সভাপতি বলেন, এই খাতের উন্নয়নে আমদানি সহজ করতে হবে। যাতে আমরা বৈধ পথে দেশে সোনা এনে অর্থনীতিতে অবদান রাখতে পারি। পাশাপাশি চোরাকারবারিদের নির্মূল করতে হবে। এ সময় সোনা আমদানির উপর থেকে ভ্যাট কমানোরও দাবি রাখেন এনামুল হক।
আগামীকাল ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।