মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবটের সহযোগিতায় সেমিনার আয়োজন
মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবট-এর সহযোগিতায় ‘অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিকস – ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সেমিনারটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নিজামউদ্দিন হাসান রশীদ। মেডিপ্যাকের লক্ষ্য ও দেশে উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথকেয়ার সেবার প্রসারে তাদের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি।
সায়েন্টিফিক সেশনগুলোতে অ্যাবট ইন্ডিয়া এবং অ্যাবট এপ্যাক-এর পক্ষ থেকে বিশিষ্ট বক্তারা ল্যাবরেটরি মেডিসিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন।
অ্যাবট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (ক্লিনিক্যাল এক্সিলেন্স) মিসেস সুমিতা নায়েক 'ইমার্জিং বায়োমার্কার্স ইন অনকোলজি' বিষয়ে বক্তৃতা দেন, যেখানে ক্যান্সার ডায়াগনস্টিকসে বায়োমার্কারের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়।
অ্যাবট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিরেক্টর ডাঃ টিনা জুবিন 'ক্লিনিক্যাল ইউটিলিটি অব হাই-সেন্সিটিভ ট্রোপোনিন আই ইন ডায়াগনোসিস অ্যান্ড বিয়ন্ড' এবং 'নভেল বায়োমার্কার্স ফর মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি (mTBI)' বিষয়ে উপস্থাপন করেন। তার আলোচনায় নতুন ডায়াগনস্টিক পদ্ধতির মাধ্যমে কিভাবে রোগ নির্ণয়ের নির্ভুলতা ও রোগীর সেবার মান উন্নত করা যায় তা তুলে ধরেন তিনি।
সমাপনী সেশনটি পরিচালনা করেন অ্যাবট এপ্যাক-এর ডিজিটাল হেলথ সলিউশনস অ্যান্ড সিস্টেমস-এর মার্কেটিং ম্যানেজার মি. সিহি পার্ক। তিনি 'অপ্টিমাইজিং ল্যাব অপারেশনস উইথ ডিজিটাল হেলথ সলিউশনস' বিষয়ে বক্তব্য রাখেন, যেখানে ল্যাবরেটরির কার্যক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে ডিজিটাল ট্রান্সফরমেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
পরিশেষে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শামসুদ্দিন জিয়া সকল অংশগ্রহণকারী, বক্তা ও পার্টনারসদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সার্থকতা ও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নত চিকিৎসা সেবায় মেডিপ্যাকের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক সমাপ্তিতে নেটওয়ার্কিং ডিনারের আয়োজন রাখা হয়। এতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাখাতে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে পেশাগত সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার সুযোগ পান।