পে কমিশনে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৬ দফা প্রস্তাব
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য পে কমিশনে ছয় দফা প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বেতন, ভাতা ও পেনশন বৃদ্ধিসহ কর্মচারীদের দাবি উপস্থাপন করেন।
লিখিত প্রস্তাবনায় বলা হয়েছে, বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০টি করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১:৪ অনুপাতে বেতন কাঠামো দিয়ে বৈষম্য দূর করতে হবে।
এ ছাড়া চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ভাতা সাত হাজার,যাতায়াত ভাতা চার হাজার, রেশন ভাতা ছয় হাজার, টিফিন ভাতা তিন হাজার, ধোলাই ভাতা এক হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিআরইএল বলেছে, পেনশন ৯০ শতাংশের স্থলে শতভাগ, গ্র্যাজুয়োটি প্রতি এক টাকার ২৩০ টাকা এর স্থলে ৫০০ টাকা দিতে হবে এবং পূর্বের ন্যায় ১০০ শতাংশ (সম্পূর্ণ) পেনশন একসাথে নেওয়ার বিধান চালু করতে হবে। পাশাপাশি মাসিক নীট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগী ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পেনশনভোগীর নিট পেনশনের পরিমাণ ৮০ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে নীট পেনশনের পরিমাণ ৭০ শতাংশ বৃদ্ধি করতে হবে।
আগের মতো ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং ৮,১২ ৩১৫ বছর পূর্তিতে ৩টি টাইম স্কেল এবং পে স্কেল থেকে প্রায় ১০ বছর বঞ্চিত থাকায় ২০১৫ সালের ১ জুলাই থেকে ৯ম পে স্কেল কার্যকরেরও দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।