২২ অক্টোবর ২০২৫, ১৯:২৯

ব্যাংকে এআইভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে নির্দেশনা চায় বিআইবিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট  © ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ ও ব্যবহারিক প্রয়োগে ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। এমন ব্যবস্থায় যেতে ব্যাংকগুলোকে সাহায্য করতে বৃহত্তর বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রকমূলক নির্দেশিকা চেয়েছে প্রতিষ্ঠানটি। 

বিআইবিএম পরিচালিত জরিপে প্রমাণ পেয়েছে, বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক তাদের সাইবার নিরাপত্তা কার্যক্রমে এআই ব্যবস্থা গ্রহণ করা থেকে অনেক দূরে। এরপরই এমন সুপারিশ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) নগরীর বিআইবিএম মিলনায়তনে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। বিআইবিএম'র অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান গবেষণাটি উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

আরও পড়ুন: ৩২ হাজার টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাব

সমীক্ষা অনুসারে, দেশের প্রায় ৭০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এআই ব্যবহার করার জন্য কোনও অটোমেশন নেই (৪৬ শতাংশ) অথবা বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে (২৪ শতাংশ)। এ কম হার ইঙ্গিত দেয় যে, এআইভিত্তিক সমাধান করার বাস্তবায়ন হার এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। বেশিরভাগ ব্যাংক এআই-চালিত সমাধান গ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে। 

প্রতিবেদনে এই ক্ষেত্রে এআই প্রয়োগের সীমিত পরিপক্কতা তুলে ধরা হয়েছে। মাত্র ২৭ শতাংশ ব্যাংক আংশিক অটোমেশন অর্জন করেছে, যা সাধারণত সহজ, পুনরাবৃত্তিমূলক সুরক্ষা কাজের মধ্যে এআই ব্যবহারকে সীমাবদ্ধ রাখে। বর্তমানে মাত্র ৩ শতাংশ ব্যাংকের সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই সিস্টেম রয়েছে।