২০ অক্টোবর ২০২৫, ১৮:১৫

একদিনে রেমিট্যান্স এলো ১৬৫৭ কোটি টাকা

ডলার  © ফাইল ছবি

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। রবিবার (১৯ অক্টোবর) একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৬৫৭ কোটি ৮৪ লাখ টাকা (১ ডলারে ১২১.৯০ টাকা ধরে)।

সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২০ হাজার ৮৪৪ কোটি ৯০ লাখ টাকা। মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডালার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৭৬০ কোটি ৪০ লাখের কিছু বেশি। অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।