হজ ও ওমরাহ ফেয়ারে কো-স্পন্সর হলো মার্কেন্টাইল ব্যাংক
ঢাকায় হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত আয়োজিত ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫’-এর কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ইসলামিক সেবার বিস্তারে ব্যাংকটি এ ধরনের আয়োজনে অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১২ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সোমবার (১১ আগস্ট) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-স্পন্সরের ১০ লাখ টাকা মূল্যমানের চেকটি হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী মেলাটি আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও ড. মো. জাহিদ হোসেন; ইসলামি ব্যাংকিং শাখা, দিলকুশার প্রধান মো. গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকার, হেড অব আইএলএমডি তপন জেমস রোজারিও, হাবের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দীন, অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সালেহ রাজীসহ (জাভেদ) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।