পিৎজা হাট ফের নিয়ে এল ৯৯৯ টাকায় চারটি প্যান পিৎজা অফার
পিৎজা লাভারদের জন্য সুখবর দিল পিৎজা হাট। দেশে আবারও নিয়ে এলো তাদের জনপ্রিয় ও আকর্ষণীয় অফার মাত্র ৯৯৯ টাকায় চারটি প্যান পিৎজা। দেশের ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে প্রতিষ্ঠানটির প্রতিটি শাখায় অনলাইন অর্ডারে এ অফারটি উপভোগ করা যাবে।
পিৎজা হাট কর্তৃপক্ষ জানিয়েছে, আকর্ষণীয় এ অফারটিতে রয়েছে চারটি ভিন্ন স্বাদের পারসোনাল সাইজের প্যান পিৎজা, যার দাম শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা থেকে। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার পিৎজা হাটের প্রতিটি শাখায় অনলাইন অর্ডারে অফারটি উপভোগ করা যাবে।
আরও পড়ুন: ৩৬ জুলাই উপলক্ষে বিশেষ ছাড়ে ও অফারে টেলিটকের ‘জেন-জি’ সিম কেনার সুযোগ
ট্রান্সকম ফুডস লিমিটেড-এর (বাংলাদেশ পিৎজা হাটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি) সিইও অমিত দেব থাপা বলেছেন, পিৎজা লাভারদের জন্য সুলভমূল্যে এ অফারটি আনতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও পিৎজা হাট এ ধারা অব্যাহত রেখে বিভিন্ন আকর্ষণীয় অফার এবং আরও নতুন সংযোজন নিয়ে আসবে।