এনবিআরের শাটডাউনে অচল আখাউড়া স্থলবন্দর, আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। রবিবার (২৯ জুন) এখানে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক দফা দাবি আদায়ে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা শনিবার (২৮ জুন) থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন। এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউজেও কর্মকর্তারা দাপ্তরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না, কোনো কাগজপত্রে স্বাক্ষর করছেন না।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও আড়তদার নেসার আহমেদ ভূঁইয়া বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কোনো কাগজপত্র প্রসেস না করায় আমরা কেউ আজ কোনো পণ্য আনতে পারিনি। ফলে পুরো বন্দর কার্যক্রম বন্ধ রয়েছে।’
একাধিক ব্যবসায়ী জানান, বন্দরে চাল, পেঁয়াজ, মাছসহ বেশ কিছু পণ্যের চালান আটকে আছে। কাস্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় এসব পণ্য এখন বন্দরেই আটকে রয়েছে, যা ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
প্রসঙ্গত, এনবিআরের অধীনস্থ কর্মকর্তারা তাদের দাবি পূরণে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আওতায় ১ জুলাই পর্যন্ত কোনো সরকারি কার্যক্রমে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। এর ফলে দেশের অন্যান্য বন্দরের পাশাপাশি আখাউড়া স্থলবন্দরেও আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে।