০৩ জুন ২০২৫, ১৫:৩৩

বাজেটের সিংহভাগ ব্যয় হবে বৈদেশিক ঋণ ও দায় মেটাতে: পরিকল্পনা উপদেষ্টা

বাজেটোত্তর সংবাদ সম্মেলন  © সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের অধিকাংশ ব্যয় হবে বৈদেশিক ঋণ ও দায় মেটাতে। এ ছাড়া কিছু খাতে ভর্তুকি দিতেও অনেক অর্থ ব্যয় হবে।

আজ মঙ্গলবার (০৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানিতে খাতে অনেক টাকা ঋণ ছিল। বিদেশিদের পুরো পাওনা দিয়ে বর্তমানে একটা স্থিতিশীল অবস্থায় আসতে পেরেছি।

তিনি বলেন, ‘ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টু চক্র থেকে বেরিয়ে যেতে চাই। এটা হয়তো এই বাজেটে হবে না। তবুও আমরা শুরু করে গেলাম।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় অধিকাংশ প্রকল্প নেওয়া হয়েছিল। সেগুলো আমরা বাদ দিতে পারিনি। তবে অর্থ ব্যয় কমিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ১ হাজার ১১৩টি প্রকল্পের মধ্যে ২০-৩০টি নতুন প্রকল্প। এগুলোও ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দহীন প্রকল্প। ফলে এক অর্থে নতুন কোনো প্রকল্পই নেওয়া হয়নি।