পিৎজা হাট নিয়ে এলো জনপ্রিয় ‘সুপার লিমো’
পিৎজা লাভারদের জন্য সুখবর। পিৎজা হাট বাংলাদেশ আবারও নিয়ে এলো তাদের জনপ্রিয় ও আকর্ষণীয় পিৎজা—সুপার লিমো। এক মিটারের এই বাক্সে তিনটি ভিন্ন স্বাদের পিৎজার সাথে থাকছে তিনটি ভিন্ন স্বাদের ডিপ, যা ১০-১২ জন অনায়েসে ভাগাভাগি করে উপভোগ করতে পারবেন।
পিৎজা হাট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধুদের আড্ডা, অফিস পার্টি কিংবা পারিবারিক আয়োজন - যেকোনো উপলক্ষকেই উৎসবে রূপ দিতে পারবে এই সুপার লিমো। জনপ্রিয় এই সুপার লিমো ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার পিৎজা হাটের প্রতিটি শাখায় – ডাইন-ইন অথবা টেকঅ্যাওয়ে মাধ্যমে উপভোগ করা যাবে, যার দাম শুরু হচ্ছে মাত্র ২ হাজার ৯৯৯ টাকা থেকে।
আরও পড়ুন: ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না ব্যক্তির ছবি: গভর্নর
ট্রান্সকম ফুডস লিমিটেডের (বাংলাদেশ পিৎজা হাটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি) সিইও অমিত দেব থাপা বলেন, পিৎজা লাভারদের জন্য এই নতুন সংযোজন আনতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও পিৎজা হাট এই ধারা অব্যাহত রেখে বিভিন্ন আকর্ষণীয় অফার এবং আরও নতুন সংযোজন নিয়ে আসবে।