হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে প্রতি শনিবার ‘টেক্স-মেক্স ব্রাঞ্চ ফিয়েস্তা’
শহরের কোলাহল থেকে দূরে প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর সুযোগ এনে দিচ্ছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। ‘টেক্স-মেক্স ব্রাঞ্চ ফিয়েস্তা’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী পারিবারিক আয়োজন শুরু হচ্ছে ১৭ মে ২০২৫ থেকে। প্রতিটি শনিবার দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে চলবে এই আয়োজনে অংশগ্রহণ।
হলিডে ইন-এর দৃষ্টিনন্দন ছাদে অবস্থিত স্কাইলাইন সুইমিং পুল ও অ্যাটিটিউড রেস্টুরেন্টে আয়োজিত এই ব্রাঞ্চ ফিয়েস্তা পরিণত হবে এক রঙিন পারিবারিক মিলনমেলায়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন টেক্স-মেক্স ধাঁচের বাহারি সব পদ। মেন্যুতে থাকছে ওয়াফল, প্যানকেক, এগস বেনেডিক্ট, মিনি চিকেন স্লাইডারস, চিকেন ফ্লাউটাস, কেসাডিয়া, ব্রেকফাস্ট বুরিটো, বিফ ফাহিতাস, এনচিলাডাস, মেক্সিকান পিজ্জা, বেকন-চিজ হ্যালেপেনিও পপারস পিজ্জা, স্টাফড পটেটো, কর্ন সালসা এবং আরও নানা স্বাদের চমক। এছাড়াও থাকবে হাতে তৈরি চিজ প্ল্যাটার, বাটারি ক্রসেন্ট, ডোনাট ও পেস্ট্রির সমারোহ।
এই আয়োজনে বাড়তি আনন্দ যোগ করবে পুলসাইড লাইভ মিউজিক এবং ফ্রি মকটেইল বার। ঢাকার স্কাইলাইনের পটভূমিতে সুর আর পানীয়ের সঙ্গে অতিথিরা কাটাতে পারবেন এক প্রশান্তিময় সময়।
শিশুদের জন্য থাকছে আলাদা কিডস জোন, যেখানে তারা উপভোগ করতে পারবে ইন-হাউস মুভি (পপকর্নসহ), গাইডেড কুকিং ক্লাস, স্লাইড, পেইন্টিং কর্নার, রকিং হর্স ও নানা ধরনের ইন্টারঅ্যাকটিভ গেমস। অন্যদিকে অভিভাবকরা নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন পুলসাইডে কিংবা রেস্টুরেন্টে।
সব অতিথিদের জন্য পুলে ফ্রি এক্সেস নিশ্চিত করা হয়েছে। থাকবে নানা ধরনের জলকেলি ও খেলা, যেমন স্প্ল্যাশ গেম, ফ্লোটিং টয়, ওয়াটার গান। এছাড়াও থাকবে রঙিন ফটো বুথ, যেখানে স্মরণীয় পারিবারিক মুহূর্তগুলো ধরে রাখা যাবে ক্যামেরায়।
এই আয়োজন উপলক্ষে থাকছে আকর্ষণীয় প্রমোশনাল অফার—B1G1 মাত্র ৪,৫০০ টাকা (নেট) এবং B1G2 মাত্র ৫,৫০০ টাকা (নেট)। ১০ থেকে ১৫ জনের গ্রুপ বুকিং-এর ক্ষেত্রে অতিথিরা পাবেন ফ্রি হোটেল স্টে, যা এক্সটেন্ডেড উইকেন্ড গেটওয়েতে রূপ নেবে।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার মি. দীপঙ্কর দে বলেন, “আমরা বিশ্বাস করি, খাবার শুধু স্বাদের অভিজ্ঞতা নয়, এটি একত্রে সময় কাটানোর, মুহূর্ত উপভোগ করার ও ভালোবাসা ভাগাভাগি করার একটি মাধ্যম। এই ব্রাঞ্চ আয়োজনটি তাই শুধু একটি খাবারের ইভেন্ট নয়—এটি একটি পূর্ণাঙ্গ দিনের স্মৃতিময় যাত্রা।”
পরিবারের সঙ্গে একসাথে সময় কাটাতে সুস্বাদু খাবার, প্রাণবন্ত পরিবেশ এবং আন্তরিক আতিথেয়তায় ভরপুর এই ‘টেক্স-মেক্স ব্রাঞ্চ ফিয়েস্তা’ ঢাকার উইকেন্ড ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আকর্ষণীয় ঠিকানা হিসেবে।