৩০ জুন ২০২২, ১৮:৪০

সোমবার থেকে কলেজ বন্ধ

ক্লাস করছেন শিক্ষার্থীরা  © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী সোমবার (৪ জুলাই) থেকে সরকারি বেসরকারি কলেজেগুলোতে ছুটি শুরু হবে।

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে। 

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রবিবার (৩ জুলাই) থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আযহার ছুটি শুরু হবে। ছুটি শেষে ২০ জুলাই থেকে মাধ্যমিকের ক্লাস শুরু হবে।

এদিকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে গত ২৮ জুন থেকে।  ছুটি শেষে ১৭ জুলাই থেকে প্রাথমিকের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: মন্ত্রণালয় নির্দেশনা দিলে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস

প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল।

কিন্তু শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে তারিখের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় পূর্বক নির্ধারণ করা হয়েছে।

তাই প্রাথমিকে আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি থাকবে। ৬ থেকে ১৬ জুলাই ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।