স্কুলের স্বমূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত
বিভিন্ন স্কুলের প্রাতিষ্ঠানিক স্বমূল্যায়ন প্রতিবেদনের (আইএসএএস) তথ্য প্রেরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তারা আইএসএস তথ্য ইএমআইএস সেলের পিবিএম মডিউলে চুড়ান্তভাবে জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ মে) বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রাতিষ্ঠানিক স্বমূল্যায়ন প্রতিবেদনে (আইএসএএস-২০২১) এর ডাটা মাউশির ইএমআইএস সেল-এর পিবিএম মডিউলে অনলাইনে এন্ট্রিকরণ এবং চূড়ান্তভাবে প্রেরণের নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু জেলা শিক্ষা অফিসার কর্তৃক নিজ জেলার আওতাধীন সকল উপজেলা/থানা থেকে অনলাইনে প্রাপ্ত আইএসএএস তথ্যসমূহ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনপূর্বক ইএমআইএস সেল-এ চূড়ান্তভাবে দাখিল করা হয়নি। ফলে আইএসএএস-২০২১ প্রতিবেদন প্রস্তুত করা
সম্ভব হচ্ছে না।’’
আরও পড়ুন: সেকেন্ড মেরিট লিস্টে আরও ৪ হাজার পদ যুক্ত হচ্ছে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এমতাবস্থায় আইএসএএস-২০২১ এর তথ্যসমূহ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনপূর্বক মাউশির ইএমআইএস সেল-এর পিবিএম মডিউলে চূড়ান্তভাবে দাখিলের জন্য সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’’