১৩ মার্চ ২০২২, ০০:৩৩

দ্রুত এমপিও শিক্ষকরা ইএফটিতে বেতন পাবেন: ডিজি

প্রফেসর নেহাল আহমেদ ও মাউশি লোগো  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বলেছেন, এমপিভুক্ত শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে বেতন পাবেন।

শনিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান মাউশির সদ্য নিয়োগপ্রাপ্ত এই ডিজি।

তিনি বলেন, আমরা দেশের সব ক্ষেত্রই ডিজিটালাইজড করেছি। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতাও ডিজিটালাইজড করা হবে। দেশের সবাই ইএফটির মাধ্যমে বেতন পেলে শিক্ষকরা কেন পাবেন না? 

প্রফেসর নেহাল আহমেদ আরও বলেন, কিছু কারিগরি জটিলতার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে দেয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পাবেন।